আলহামদু লিল্লাহ।.
এটি সঠিক নয়। কারণ শর্ত করতে হবে ইহরাম করার সময়; ইহরাম করার পরে নয়।
শাইখ বিন বায (রহঃ) কে ইহরামের কিছু সময় পরে শর্ত করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: তিনি এভাবে করতে পারবেন না। শর্তটি বলতে হবে ইহরাম সংঘটনকালে। ইহরাম সংঘটন দ্বারা উদ্দেশ্য হচ্ছে: মনে মনে ইহরামে প্রবেশের নিয়ত করা।[সমাপ্ত][ফাতাওয়া বিন বায (১৭/৭৩)]