রবিবার 21 জুমাদাল ছানী 1446 - 22 ডিসেম্বর 2024
বাংলা

তালাক্বনামাতে সাক্ষর করা কি তালাক্ব হিসেবে গণ্য হবে?

প্রশ্ন

যদি কোর্টের পক্ষ থেকে তালাক্বের অফিসিয়াল ফরম দেয়া হয়; যে ফরমে লেখা আছে যে, আমি আমার স্ত্রীকে তালাক্ব দিলাম এবং স্বামী ঐ ফরমে সাক্ষর করে; এটি কি তালাক্ব হিসেবে গণ্য হবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

হ্যাঁ; এটা তালাক্ব; যদি ফরমে স্ত্রীর নাম লেখা থাকে।

সূত্র: শাইখ বিন জিবরীন