আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
ইহরাম অবস্থায় মাস্ক পরা কি জায়েয?
আলহামদু লিল্লাহ।.
প্রয়োজনের কারণে ইহরামকারীর জন্য মাস্ক পরতে কোন অসুবিধা নেই। যেমন কোন ব্যক্তির নাকে এলার্জি থাকা; যার কারণে তার মাস্ক পরা প্রয়োজন কিংবা তীব্র ধোঁয়া অতিক্রম করাকালে মাস্ক পরা প্রয়োজন কিংবা কোন দুর্গন্ধ পার হওয়া কালে মাস্ক পরা প্রয়োজন। এতে কোন অসুবিধা নেই।[সমাপ্ত]
[মাজমুউ ফাতাওয়া ইবনে উছাইমীন (২২/১৩০, ১৩১)]