আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
যে ওয়াকফ কোরবানীর সাথে সম্পৃক্ত এ ওয়াকফের মুতাওয়াল্লি চাচ্ছেন এ সম্পত্তি শেয়ার কোম্পানীতে রাখতেন যাতে করে এর আয় থেকে কোরবানী করতে পারেন; এটা কি জায়েয হবে?
আলহামদু লিল্লাহ।.
সুদী লেনদেন করে না এমন শেয়ার কোম্পানীতে ওয়াকফ সম্পত্তি রাখতে কোন অসুবিধা নেই; যদি উক্ত কোম্পানী বিশ্বস্ত হয় এবং লাভ থেকে কোরবানী করা যায়। আল্লাহ্ই তাওফিকদাতা।[সমাপ্ত]
মাজমুউ ফাতাওয়া বিন বায (২০/২১)