সোমবার 22 জুমাদাল ছানী 1446 - 23 ডিসেম্বর 2024
বাংলা

আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাঁদ দেখতে কোন অসুবিধা নেই

প্রশ্ন

চাঁদ কি খালি চোখে দেখা আবশ্যকীয়? নাকি আমরা টেলিস্কোপ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করব?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

শরয়ি দলিলগুলোর বাহ্যিক নির্দেশনা হচ্ছে- এ সকল যন্ত্রপাতি দিয়ে চাঁদ দেখার দায়িত্ব মানুষের উপর আরোপ না করা। বরঞ্চ খালি চোখে চাঁদ দেখাই যথেষ্ট। তবে, কোন ব্যক্তি যদি এ সকল যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ দেখেন এবং নিশ্চিত করেন যে, তিনি সূর্য ডোবার পর এ সকল যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ দেখেছেন এবং সেই লোক যদি মুসলিম ও আদল হয়; তাহলে আমি তার চাঁদ দেখার ভিত্তিতে আমল করতে কোন বাধা দেখি না। কেননা সেটিও চোখ দিয়ে দেখা; হিসাবভিত্তিক নয়।[সমাপ্ত]

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)

[মাজমুউ ফাতাওয়া ওয়া মাক্বালাত মুতানাউয়িয়া (১৫/৬৮, ৬৯)]

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব