আলহামদু লিল্লাহ।.
হ্যাঁ, তার জন্য আলহামদু লিল্লাহ বলা শরিয়তসম্মত। যেহেতু সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযের মধ্যে কোন একজনকে হাঁচি দিয়ে আলহামদু লিল্লাহ বলতে শুনেছেন; কিন্তু তিনি তাকে বাধা দেননি। বরং তিনি বলেছেন: নিশ্চয় আমি এত এত ফেরেশতাকে দেখেছি; প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে- কে আগে লিখবে? আর যেহেতু আলহামদু লিল্লাহ পড়াটা নামাযের যিকিরগুলোর মধ্যে রয়েছে; নামাযের সাথে সাংঘর্ষিক নয়।