রবিবার 21 জুমাদাল ছানী 1446 - 22 ডিসেম্বর 2024
বাংলা

ইহরামের কাপড় পরিবর্তন করা

প্রশ্ন

ইহরামকারী পুরুষ বা নারীর জন্য এক ইহরামের কাপড় পরিবর্তন করে অন্য ইহরামের কাপড় পরা জায়েয আছে কি; চাই সেটা হজ্জের মধ্যে হোক কিংবা উমরার মধ্যে হোক?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

হজ্জ কিংবা উমরার ইহরামকারীর জন্য এক ইহরামের কাপড় খুলে অন্য ইহরামের কাপড় পরিধান করা জায়েয আছে। এতে করে হজ্জের কিংবা উমরার ইহরামের উপর কোন প্রভাব পড়বে না।

আল্লাহ্‌ই তাওফিকের মালিক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সাহাবীগণের প্রতি আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

সূত্র: গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি (ফাতাওয়াল লাজনাদ দায়িমা (১১/১৮৫)