আলহামদু লিল্লাহ।.
রমযানের দিনের বেলা করোনা (কোভিড-১৯) এর পরীক্ষা বা নমুনায়ন করাতে কোন বাধা নেই। চাই সেটি মুখ থেকে করা হোক কিংবা নাক থেকে। কেননা নমুনায়নের স্টিকটি গলায় বা নাকে ঢুকানো রোযা ভঙ্গকারী নয়।
কন্ঠনালী ও মুখের অভ্যন্তর বলতে কি বুঝায় সেটি ফিকাহবিদ আলেমগণ নির্দিষ্ট করেছেন। যেখানে কোন কিছু পৌঁছলে রোযা ভেঙ্গে যায়। ইতিপূর্বে 312620 প্রশ্নোত্তরে সেটি আলোচনা করা হয়েছে।
যদি ধরে নেয়া হয় যে নমুনায়নের স্টিকটি কন্ঠনালী পর্যন্ত পৌঁছে যায় তদুপরি সেটি রোযা ভঙ্গ করবে না। কেননা সেটি পানাহার নয় কিংবা পানাহারের স্থলাভিষিক্ত নয়। এবং স্টিকটির কোন কিছু পাকস্থলীতে পৌঁছে না। অতএব শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ও একদল আলেমের মতানুযায়ী এটি রোযা ভঙ্গকারী নয়।
কোন বিষয়গুলো রোযা ভঙ্গ করবে না এ সম্পর্কে ‘ফিকাহ একাডেমী’ এর সিদ্ধান্তে এসেছে:
১৫. পাকস্থলীতে গ্যাসট্রোস্কোপ (gastroscope) ঢুকানো; যদি এর সাথে অন্য কোন দ্রবণ বা পদার্থ ঢুকানো না হয়।[একাডেমীর ম্যাগাজিন (২/১০/৪৫৩-৪৫৫) থেকে সমাপ্ত]
পাকস্থলীতে গ্যাসট্রোস্কোপ ঢুকালে সেটি কণ্ঠনালী ও গলবিল পার হয়ে পাকস্থলীতে পৌঁছে যায়। তা সত্ত্বেও সেটি রোযা ভঙ্গ করে না। অতএব, করোনার নমুনায়নের স্টিক কণ্ঠনালী পর্যন্ত ঢুকলে সেটি রোযা ভঙ্গ না করা অধিক যুক্তিযুক্ত; থাকতো নাকে ঢুকালে রোযা ভাঙ্গবে।
আরও জানতে দেখুন: রমযানের দিনের বেলায় করোনার টিকা নিলে কি রোযা নষ্ট হবে? প্রশ্নটির উত্তর।
আল্লাহই সর্বজ্ঞ।