আমলে নিষ্ঠার (ইখলাসের) মূলনীতিসমূহ
আমলে একনিষ্ঠতার মূলনীতিসমূহ: ব্যক্তি কোনো আমল এই উদ্দেশ্যে না করা যে, মানুষ তাকে দেখছে বা তার ব্যাপারে শুনবে। তার ব্যাপারে মানুষের প্রশংসা বা নিন্দার সাথে যেন তার অন্তর জুড়ে না যায়। আমল প্রকাশ্যে করার চেয়ে গোপনে করা তার কাছে বেশি পছন্দনীয় হবে। প্রসিদ্ধি ও খ্যাতির স্থানগুলো থেকে সে দূরে থাকার চেষ্টা করবে; তবে যদি এর মাঝে কোন শরয়ি কল্যাণ থাকে তাহলে ভিন্ন কথা। মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল বাড়িয়ে কিংবা সুন্দরভাবে করবে না। নিজেকে সবসময় অভিযুক্ত করে যাবে; নিজের কোনো কৃতিত্ব আছে বলে মনে করবে না। আমল করার পর ঘাটতির কথা অনুভব করে বেশি বেশি ইস্তিগফার করবে। নেক কাজ করার জন্য আল্লাহর তৌফিক লাভের দরুন আনন্দিত হবে।