Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

হায়েযের পূর্বে নির্গত বাদামী স্রাব

06-04-2023

প্রশ্ন 37840

আমি জন্মনিরোধক কপার-টি ব্যবহার করি। এ কারণে হায়েযের স্বাভাবিক রক্তস্রাব নির্গত হওয়ার তিনদিন আগে বাদামী রঙের স্রাব বের হয়। এতে করে কি আমার রোযা নষ্ট হবে এবং আমাকে রোযার কাযা পলন করতে হবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

শাইখ ইবনে উছাইমীন (রহঃ) বলেন: “যদি এই বাদামী রঙের স্রাব হায়েযের সূচনা হয় তাহলে সেটি হায়েয। এটি জানা যাবে স্বভাবতঃ যে পেটব্যথা ও পেট কামড়ানি হয় এর মাধ্যমে। পক্ষান্তরে হায়েযের পরে যে বাদামী স্রাব নির্গত হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সেটি বন্ধ হয়। কেননা হায়েযের রক্তের পরে যে বাদামী স্রাব নির্গত হয় সেটিও হায়েয। যেহেতু আয়েশা (রাঃ) বলেন: “সাদাস্রাব দেখার পূর্বে তোমরা তাড়াহুড়া করো না”।[রিসালাতুদ দিমা আত-তাবীঈয়্যা (৫৯)]

যদি আপনার কাছে প্রতীয়মান হয় যে, এই বাদামী স্রাব হায়েযের সূচনা তাহলে সেটি হায়েয।

এমনটি হলে আপনি নামায, রোযা বর্জন করবেন এবং পবিত্র হওয়ার পরে রোযা কাযা করবেন।

আল্লাহই সর্বজ্ঞ।

ঋতুস্রাব ও প্রসব-উত্তরস্রাব রোজা ভঙ্গের কারণসমূহ
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান