0 / 0
1,54223/শাবান/1444 , 15/মার্চ/2023

যে ব্যক্তি তার শ্যালককে বলেছে: আপনার বোনকে তালাক্ব; এই তালাক্ব কি পতিত হবে?

প্রশ্ন: 103933

যদি আমার স্বামী আমার ভাইকে বলে: “আপনার বোনকে তালাক্ব” এই তালাক্ব কি পতিত হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর

যদি স্বামী তার শ্যালককে বলে: আপনার বোনকে তালাক্ব এবং তার উদ্দেশ্য হচ্ছে: তার স্ত্রী; এটি এই কথার মত: আমার বউ তালাক্ব বা আমার স্ত্রী তালাক্ব। অতএব, তালাক্ব পতিত হবে। তালাক্ব পতিত হওয়ার জন্য স্ত্রীর সামনে তালাক্ব দেয়া কিংবা স্ত্রীকে শুনিয়ে তালাক্ব দেয়া শর্ত নয়। দেখুন: 31778 নং প্রশ্নোত্তর।

এই কথার মাধ্যমে: এক তালাক্ব পতিত হবে। অতএব, স্বামী ইদ্দতকালীন সময়ের মাধ্যমে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন; যদি এটি প্রথম তালাক্ব বা দ্বিতীয় তালাক্ব হয়।

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
যে ব্যক্তি তার শ্যালককে বলেছে: আপনার বোনকে তালাক্ব; এই তালাক্ব কি পতিত হবে? - ইসলাম জিজ্ঞাসা ও জবাব