আলহামদু লিল্লাহ।.
মোজার উপর মাসেহ করা জায়েয; যদি সে মোজাদ্বয় পায়ের টাকনুদ্বয়কে আচ্ছাদিত করে রাখে এবং মোজাদ্বয় পরিপূর্ণ পবিত্র অবস্থায় পরিধান করা হয়। অর্থাৎ যে পবিত্রতা অর্জনের সময় পা-দ্বয় ধৌত করা হয়েছে। এরপর চাইলে মোজাদ্বয়ের ওপর মাসেহ করতে পারবে। মোজার ওপর মাসেহ করার শর্তগুলো জানার জন্য দেখুন: 12796 নং ও 9640 নং প্রশ্নোত্তর।
মোজাদ্বয় যদি প্যান্টের সাথে লেগে থাকে তাতে কোন অসুবিধা নাই। এ ধরণের প্যান্ট পরা ইসবাল (টাকনুর নীচে পোশাক পরিধান) হিসেবে গণ্য হবে না।
আল্লাহ্ই সর্বজ্ঞ।