আলহামদু লিল্লাহ।.
যেহেতু হজ্জ করতে ইচ্ছুক ব্যক্তি মদিনাবাসীদের মীকাতের উদ্দেশ্যে বেরিয়ে গিয়ে সেখান থেকে ইহরাম বেঁধে এসেছেন; সুতরাং প্রথমে ইহরাম ছাড়া মক্কাতে প্রবেশের কারণে তার উপর কোন কিছু বর্তাবে না। তবে তার জন্য উত্তম ছিল তার প্রথম মীকাত থেকে ইহরাম অবস্থায় প্রবেশ করা।
আল্লাহ্ই তাওফিকদাতা।